তাইওয়ান ও চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন

তাইওয়ান ও চীনে  আঘাত হেনেছে সুপার টাইফুন

এসবিডি নিউজ24 ডট কম, আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর তাইওয়ান ও চীনে এ বছরের সবচেয়ে বড় ঝড় আঘাত (সুপার টাইফুন) হেনেছে। এ কারণে উত্তর তাইওয়ান ও চীন থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে রেড অ্যালার্টও জারি করা হয়েছে।


মেরান্তি নামের সুপার টাইফুন ঘণ্টায় ২৩০ মাইল বেগে আঘাত হেনেছে তাইওয়ানে। ঝড়ের গতিবেগ মাঝে মাঝে ঘণ্টায় ২৫০ মাইলে দাঁড়াচ্ছে, যা ফর্মুলা ওয়ান রেসকেও হার মানায়। সেই সঙ্গে হচ্ছে প্রবল বর্ষণ।


এরই মধ্যে দ্বীপদেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকার স্কুল-কলেজ ও অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইটও।


চীনের সরকারি বার্তা সংস্থা চায়না নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে সিএনএন জানায়, দক্ষিণ তাইওয়ানে দুই ব্যক্তি আহত হয়েছে। বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে কমপক্ষে আড়াই লাখ অধিবাসী।


২৭০ টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচলও।


তাইওয়ানের এক কর্মকর্তা তাইওয়ান সময় সকাল ৭ টায় সিএনএনকে বলেন, ওই সময় পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


প্রায় চার হাজার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারপরও কর্মকর্তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন না।

আন্তর্জাতিক ডেস্ক