সার কারখানার গ্যাস লিকেজ

সার কারখানার গ্যাস লিকেজ
এসবিডি নিউজ24 ডট কম, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ড্যাপ (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্ক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ছে। রোববার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা আশেপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি হারুন উর রশীদ হাজারী গ্যাস লিকেজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কর্ণফুলীর ওপারে গ্যাস ট্যাঙ্কে লিকেজের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনার পর আশেপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জানা গেছে, ড্যাপের সার কারাখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী কর্ণফুলী থানার রাঙাদিয়ায় অবস্থিত। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ হেডকোয়ার্টারের ইন্সপেক্টর মামুন বলেন, ‘গ্যাস লিকেজের খবর পেয়ে তা নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও গ্যাস নিয়ন্ত্রণে আসেনি। পরে বিস্তারিত জানানো হবে।’ এখন পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।


ড্যাপের পার্শ্ববর্তী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) সিকিউরিটি ইনচার্জ জানান, সার কারখানায় থাকা অ্যামোনিয়া গ্যাসের ৫০০ টনের একটি রিজার্ভ ট্যাঙ্ক লিকেজ হয়েছে। এতে চারপাশে গ্যাস ছড়িয়ে পড়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের প্রতিষ্ঠানের কর্মীরা গ্যাস নিয়ন্ত্রণের কাজে অংশ নিয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক