সুস্থ হয়ে উঠছে সেই হাতিটি

সুস্থ হয়ে উঠছে সেই হাতিটি

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ির কয়রা গ্রাম থেকে উদ্ধার করা ভারতীয় হাতিটি সুস্থ হয়ে উঠছে। ওষুধ আর খাবার স্যালাইন দেয়ায় অনেকটাই স্বাভাবিক ও সুস্থ হয়ে উঠেছে হাতিটি। বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে অচেতন করে বৃহষ্পতিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা এলাকায় থাকা হাতিটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর থেকে একটি বড় গাছের সাথে বেঁধে রাখা হয়।

জ্ঞান ফিরলে রাতেই কলাগাছ ও অন্যান্য খাবার দেওয়ায় শক্তিও ফিরতে শুরু করেছে। কয়েকদিন হাতিটিকে সরিষাবাড়িতেই রাখা হবে। এরপর উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু সাফারী পার্কে নেয়া হবে। সরিষাবাড়ির প্রত্যন্ত এ গ্রামে ট্রাক বা ক্রেন যাওয়ায় কোন ব্যাবস্থা নেই। তাই কিছুদিন সেখানেই আটকে রেখে  খাবার ও প্রশিক্ষণ দিয়ে বশ মানাতে হবে। হাতিটিকে দেখতে এখনো স্থানীযদের আগ্রহের কমতি নেই।

গত ২৮জুন ব্রহ্মপুত্র নদের বানের পানিতে ভেসে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বন্য হাতিটি।

এসবিডি নিউজ ডেস্ক