ট্রলার ডুবি: নিহত ৭, আহত ২০

ট্রলার ডুবি: নিহত ৭, আহত ২০

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ৫ শিশুসহ ৯জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম। স্থানীয়রা জানায়, শতাধিক যাত্রী নিয়ে জেলার জংলি শিবপুর থেকে রায়পুরার গণিসাহার মাজারের উদ্দেশে রওয়ানা দেয় ট্রলারটি। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে ঘাটের কাছেই উল্টে যায় এটি। যাত্রীদের কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও, অনেকেই নিখোঁজ রয়েছেন।

প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এখন পর্যন্ত ৯জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তারা। আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথমে ২০ জনের মতো যাত্রী নিখোঁজ বলা হয়। কিন্তু সর্বশেষ নিখোঁজের কোন সংখ্যা জানানো হয়নি।

নিহত যে কয়জনের পরিচয় সনাক্ত করা হয়েছে তারা হলেন- মালদুয়েননেসা (৭০), ফুলেসা বেগম (৫০), রাকিব (১২), মার্জিয়া (৩), সম্রাট (৮), সুমাইয়া (৫), জেরিন (৮) ও ইয়াসিন (৭)।


এসবিডি নিউজ ডেস্ক