প্রবল ভূ-কম্পনে কেঁপে উঠে সারাদেশ

প্রবল ভূ-কম্পনে কেঁপে উঠে সারাদেশ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ শেষ রাতে প্রবল ভূ-কম্পনে কেঁপে উঠলো সারাদেশ। ৩ জানুয়ারী (রবিবার) দিবাগত রাত ৫টা ৭ মিনিটে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবল ভূ-কম্পন অনুভূত হয়। ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।

রাতের শেষ ভাগে সবাই যখন ঘুমে অচেতন তখনই হঠাৎ করে কাঁপতে থাকে ঘরের আসবাবপত্র। ঘরের দেয়ালও যেন শব্দ করে উঠে, অনেকেরই ঘুম ভেঙে যায় সেই শব্দে। ততোক্ষণে প্রায় সবাই বুঝে গেছেন ভূমিকম্প হচ্ছে। কেউ কেউ বাসা ছেড়ে রাস্তা এবং খোলা জায়গায় বেরিয়ে আসেন। এরই মধ্যে কেউ কেউ ফোন করে খোঁজ নেন প্রিয়জনের।

শেষ রাতে প্রবল ভূ-কম্পনে কেঁপে উঠলো সারাদেশ। রবিবার দিবাগত রাত ৫টা ৭ মিনিটে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবল ভূ-কম্পন অনুভূত হয়। ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।

রাতের শেষ ভাগে সবাই যখন ঘুমে অচেতন তখনই হঠাৎ করে কাঁপতে থাকে ঘরের আসবাবপত্র। ঘরের দেয়ালও যেন শব্দ করে উঠে, অনেকেরই ঘুম ভেঙে যায় সেই শব্দে। ততোক্ষণে প্রায় সবাই বুঝে গেছেন ভূমিকম্প হচ্ছে। কেউ কেউ বাসা ছেড়ে রাস্তা এবং খোলা জায়গায় বেরিয়ে আসেন। এরই মধ্যে কেউ কেউ ফোন করে খোঁজ নেন প্রিয়জনের।

ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সারাদেশের ঘুমন্ত মানুষ। রাজধানীবাসীর বেশিরভাগই বাসার ছাদে কিংবা রাস্তায় নেমে যায় আতঙ্কগ্রস্ত হয়ে। রাজধানীর জুরাইনে আতঙ্কে হৃদরোগে ১ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে ভবনের নিচে নামার সময় রাজধানীতে কমপক্ষে ৫০ জন আহত হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ৩১ জন। পুরনো ঢাকার শাঁখারি বাজারে এক বাড়ির নীচতলায় বড় আকারের ফাঁটল দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মনিপুরের ইম্ফল থেকে ৩৩ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার পূর্ব উত্তরেপূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

নিজস্ব প্রতিনিধি