সাইবার ক্রাইম রোধে নতুন আইন

সাইবার ক্রাইম রোধে নতুন আইন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশে সাইবার ক্রাইম রোধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ২২ আগস্ট (শনিবার) রাজধানীর বাড্ডায় এক নৌকাবাইচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য  জানান।

আইনমন্ত্রী বলেন, ‘সাইবার ক্রাইম রোধে নতুন একটি আইন করা হবে। একই সাথে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে তারও যৌক্তিকতা খতিয়ে দেখবে সরকার।’সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম ‍তাজুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি