পরলোকে সংগীত শিল্পী ফরিদা ইয়াসমিন

পরলোকে সংগীত শিল্পী ফরিদা ইয়াসমিন

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পরলোকে ষাটের দশকের জনপ্রিয় গায়িকা ফরিদা ইয়াসমিন। রাজধানীর বারডেম হাসপাতালে ৮ আগস্ট (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা ইয়াসমিন।

তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীনের বোন ফরিদা ইয়াসমিন। তাদের পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। পাঁচ বোনের মাঝে চার বোনই গান করেছেন। তারা হলেন সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন ও ফওজিয়া খান।

এসবিডি নিউজ ডেস্ক