পরলোকে হলিউড অভিনেতা ওমর শরীফ

পরলোকে হলিউড অভিনেতা ওমর শরীফ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ‘ডাক্তার জিভাগো’ ও ‘লরেন্স অব অ্যারাবিয়া’ সিনেমা খ্যাত ৮৩ বছর বয়সী বিশিষ্ট হলিউড অভিনেতা ওমর শরীফ মারা গেছেন।

মিশরের কায়রোতে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে বার্তা সংস্থা সিএনএন নিশ্চিত করেছে।

১৯৫০ সালে নিজের দেশ মিশরে ক্যারিয়ার শুরু করেছিলেন ওমর শরীফ। এরপর দেশের সীমানা ছাড়িয়ে হলিউডে ‘লরেন্স অব আরাবিয়া’ সিনেমায় অভিনয় করে তিনি সকলের নজরে আসেন। ওই সিনেমায় অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোব ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পান।

তার অভিনয় জীবনে তিনি ১১৮টি সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। অভিনয়ের বাইরেও শরীফ একজন নামকরা ব্রীজ খেলোয়াড় এবং কলামিষ্ট ছিলেন। ১৯৮০ সালে তার দুটি বই প্রকাশিত হয়।

আন্তর্জাতিক ডেস্ক