২০৪০ সালে উন্নত দেশে পরিণত হবে

২০৪০ সালে উন্নত দেশে পরিণত হবে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ আগামী ২০২১ সালে মধ্যআয়ের, ২০৩০ সালে উচ্চ মধ্যআয়ের এবং ২০৪০ সাল নাগাদ উন্নত দেশে পরিণত হবে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

২০ জুন (শনিবার) মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ফাউন্ডেশন আয়োজিত ‘জয়ী মুন্সীগঞ্জ, জয়ী বাংলাদেশ’ শীর্ষক এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। ড. আতিউর বলেন, “আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমরা ইউরোপের মতো বেঁধে ফেলা কানেক্টিভিটি চালু রাখতে পারলে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সাল নাগাদ উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সাল নাগাদ আমরা উন্নত দেশে উন্নীত হবো।”

তিনি বলেন, “রাজনৈতিক অস্থিরতা না থাকলে আমরা কাঙ্ক্ষিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম। মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতার বিচারে আমাদের অর্জন শতভাগ।” বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, “বাংলাদেশের টাকার মূল্যমান এ অঞ্চলের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে। এ বছর শেষে বাংলদেশের রিজার্ভ বেড়ে দাঁড়াবে ২৫ বিলিয়ন ডলারে যা দিয়ে ৬ থেকে ৭ মাসের আমদানি আমরা করতে পারবো।”

নিজস্ব প্রতিনিধি