বাগান নিয়ে সংঘর্ষঃ থানায় মামলা

বাগান নিয়ে সংঘর্ষঃ থানায় মামলা

 এম.আর. মিজান,দিনাজপুর থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ দিনাজপুরের বিরল উপজেলার দুলোহরি গ্রামে সাড়ে ৬ বিঘা বাগান নিয়ে মৌসুম সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ১৪ জনকে আসামী করে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত ১৪ মে বিরল থানায় মামলা সূত্রে ও সরেজমিনে জানা যায়, স্বশস্ত্র দুবৃর্ত্ত কর্তৃক ফলজ লিচু বাগানের ক্ষতিসাধন, প্রাচীর ঘর গুড়িয়ে দিয়ে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় শরিফা বেগম ১৪ জনের নাম উল্লেখ করে বিরল থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১০)। জানা যায়, ৫নং বিরল ইউনিয়নের দুলোহরি মৌজাধীন জে.এল.নং-১৫৯, দাগ নং-১৯ এবং ২৬ খতিয়ানভূক্ত ১৬০ মধ্যে ১৪০ শতক জমিতে ৭৫টি লিচু ও ৪৫টি আমগাছ রয়েছে। উক্ত তফসিলভূক্ত সম্পত্তি বাদি শরিফা বেগমসহ ৩ তিন বোনের পৈত্রিক ও খরিদকৃত। লিচু ও আম বাগানের চারদিকে ৫ ফিট উচ্চতার ৪২টি গ্রেডবীম বেষ্টিত ৬০০ ফিটের প্রাচীর ও বাগানে অবস্থিত দুটি টিনের ছাউনী ইটের ঘর ছিল। গত ১২ মে সকাল সাড়ে ১০টায় আসামী আব্দুল জলিল (৪৫), পিতা মৃত তছির উদ্দিন, আজিজুল ইসলাম হুদু (৪৫), পিতা মৃত তজিম উদ্দিম আলিয়াপাড়া, আঃ জলিল (৩৫) পিতা মৃত গগি, ফারাজুল (৪০) পিতা মৃত ফুয়সন দুলোহরি টেংরা হাজার, লাবু (৩৫), সাজু (৩০), উভয় পিতা মৃত সলেমান মহুরী, আজগার (২৮) পিতা অজ্ঞাত। আম্বিয়া (৩৫) স্বামী অজ্ঞাত লুৎফর (৪৮) পিতা অজ্ঞাত শংকরপুর, কালাম বিহারী (৪৮) পিতা অজ্ঞাত, শাহীন (২৪) সোহেল (২২) উভয় পিতা কালাম বিহারী সর্বসাং বিরল বাজার, ওয়াকুল (৩৯) আতাউর উভয় পিতা অজ্ঞাত কলেজপাড়া বিরলসহ দিনাজপুরগং আরো অজ্ঞাত নাম না জানা ৪০/৪৫ জন আসামী পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অনধিকার বাগানে প্রবেশ করে। বাগানে পাহারাদারদের মারপিট ও জখম করে। আসামীরা বাগানের চারিদিকের ৪২ পিলার যুক্ত প্রাচীর ও দুটির টিনের চালা বিশিষ্ট ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৩ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন। বিষয়টি স্থানীয় অনেকেই দেখেছেন বলে জানান। বিরল থানার অফিসার ইনচার্জ আঃ হাই সরকার জানান, তাদের ভাই-বোনের এ সম্পত্তি নিয়ে বহুবার আপোষ করার চেষ্টা হলেও সুরাহা হয়নি। উভয় পক্ষ সম্মত হলে বিষয়টি সুরাহা সম্ভব।

এসবিডি নিউজ ডেস্ক