নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন রোববার আবার বসছে

নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন রোববার আবার বসছে

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন রোববার আবার বসছে। বিকেল ৪টায় স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। গত ১৬ ফেব্রুয়ারি এ অধিবেশন মুলতবি করা হয়।

এদিকে রোববার মুলতবি অধিবেশন শুরুর দিনেই সিটি করপোরেশনের নির্বাচন-সংক্রান্ত বিধান সংশোধন করতে \’স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১২ সংসদে উত্থাপন হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি সংসদে উত্থাপন করবেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, রোববারের দিনের কার্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বিধান সংশোধন করতেই বিলটি উত্থাপন করা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে গত ২৯ নভেম্বর সংসদে আইন পাস করা হয়। গত ১ ডিসেম্বর সংসদে পাস হওয়া বিলটি গেজেট আকারে পাস হয়। ওই আইনে বলা আছে, কোনো সিটি করপোরেশন বিভক্ত হলে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কথা। এ লক্ষ্যে গত ৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। কিন্তু আগের কমিশন বিভক্ত ডিসিসি নির্বাচন অনুষ্ঠানে অসম্মতির কথা সাফ জানিয়ে দেয়। এতে আইনি জটিলতা সৃষ্টি হয়।

সূত্র জানায়, এ কারণে সরকার আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত আইনে ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।