ফেনীতে বাস ও নেত্রকোনায় ট্রাকে পেট্রলবোমা

ফেনীতে বাস ও নেত্রকোনায় ট্রাকে পেট্রলবোমা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ফেনীতে একটি বাস ও নেত্রকোনায় একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে দুই গাড়ির মোট ১১ জন যাত্রী দগ্ধ হয়েছেন। ১০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত ৯টার দিকে গাড়ি দুটিতে পেট্রলবোমা হামলা করা হয়। জানা গেছে, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস দাগনভূঁঞার আমিরগাঁও নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই যুবক বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বাসের ৯ যাত্রী দগ্ধ হন। দগ্ধদের মধ্যে খোকন নামে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দগ্ধদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে নেত্রকোনার দুর্গাপুরে বালুবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও তার সহকারী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উচ্চ বিদ্যালয়ের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে চালক ও তার সহকারীর নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিরিশিরি উচ্চ বিদ্যালয়ের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বালুবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এসময় চালক ও তার সহকারী দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক