সন্ত্রাসীদের পাকিস্তান থেকে নির্মূল করা হবেঃ নওয়াজ শরিফ

সন্ত্রাসীদের পাকিস্তান থেকে নির্মূল করা হবেঃ নওয়াজ শরিফ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পাকিস্তানের ফয়সালাবাদ জেলা কারাগারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তত ৫শ জঙ্গি সদস্য ও সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করবে পাকিস্তান সরকার। নাম প্রকাশ করতে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এরই মধ্যে ৬ সন্ত্রাসীকে ফাঁসি দিয়েছে পাকিস্তান সরকার।

পেশোয়ারে তালেবান হামলার পরই সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সপ্তাহ না পেরুতেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সন্ত্রাসীদের ফাঁসি দেয়া ও জঙ্গিবিরোধী অভিযান শুরু করায় বিমান বন্দর ও কারাগারসহ পাকিস্তানের বিভিন্নস্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ২২ ডিসেম্বর (সোমবার) সন্ত্রাস দমনে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, যে কোনোভাবে সন্ত্রাসীদের পাকিস্তান থেকে নির্মূল করা হবে। এদিকে তালেবানবিরোধী সরকারি অভিযানের সমালোচনা ও পেশোয়ারের স্কুলে সন্ত্রাসী হামলার নিন্দা না জানানোয় ক্ষমা চেয়েছেন ইসলামাবাদের লাল মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ।

আন্তর্জাতিক ডেস্ক