বগুড়ার আদমদীঘিতে জামায়াত-শিবিরের হামলা, উভয় পক্ষে আহত ৭

বগুড়ার আদমদীঘিতে জামায়াত-শিবিরের হামলা, উভয় পক্ষে আহত ৭

চপল সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ সোমবার বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বের করা জেলহত্যা দিবসের শোক র‌্যালীতে হামলা চালিয়েছে জামায়াত-শিবির। তাদের অতর্কিত হামলায় ইট-পাটকেলের আঘাতে আওয়ামীলীগের ৫ জন আহত হয়েছে। আওয়ামীলীগের আহত ৫ জনের মধ্যে ৩ জনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দিকে জামায়াতেরও ২ কর্মীকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী সহ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা শিবিরের আজিজুল খান, আবু সাঈদ, আব্দুল হান্নান, জামায়াতের মিজানুর রহমান ও ফজলুল হক। ওই ঘটনার পর ফের আইন শৃংখলা পরিস্থিতি অবনতি না হয় সে জন্য আদমদীঘিতে অতিরিক্ত পুলিশ সহ বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় থাকা আওয়ামী লীগ দলীয় কার্য্যালয় থেকে জেল হত্যা দিবসের শোক র‌্যালী বের করে। র‌্যালীটি উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। হাজ্বী তাছের আহম্মেদ মহিলা কলেজের সামনে পৌঁছলে, সেখানে থেকে জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিত ভাবে ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে হামলা করে। এতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৫ কর্মী আহত হয়। এরা হল, তহুরুল ইসলাম (১৮), দেলোয়ার হোসেন (৪০), আলিমুদ্দিন (৩৫), সৌভাগ্য হালদার (৩৮) এবং মোজাহার আলী মোজাম (৩৫)। শোকর‌্যালীতে জামায়াত শিবিরের হামলার পর আওয়ামীলীগের বিক্ষুদ্ধ কর্মীরা পাল্টা হামলা করে জামায়াত কর্মীদের ধাওয়া করেন। এতে  দুই-দলের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে সাধারন পথচারী আতংকে ছোটাছুটি করতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশেষ প্রতিনিধি