ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ চালু হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ চালু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ফলিত গণিত’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘কমিউনিকেশন ডিসঅর্ডার’ নামে নতুন আরো দুটি বিভাগ চালু করা হচ্ছে। ১২ অক্টোবর (রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের চাহিদার কথা বিবেচনা করে শিগগিরই এই দুটি বিভাগের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইতোমধ্যেই এই বিভাগ দুটি খোলার অনুমোদন দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে বিভাগ দুটি কোনো কোর্সের অধীনে এবং কত আসন সংখ্যা রয়েছে এ ব্যাপারে কিছু জানায়নি প্রশাসন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা বলেন, “এই বছর থেকেই এ দুটি বিভাগ চালু করা হবে।”

নিজস্ব প্রতিনিধি