প্রায় ৬৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন

প্রায় ৬৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ বিগত কয়েক বছরের সব রেকর্ড  ভঙ্গ করে এবারই সর্বাধিকসংখ্যক মানুষ স্বজনদের সঙ্গে মিলিত হতে রাজধানী ছেড়েছে। এর সংখ্যা ৬০ থেকে ৬৫ লাখের মধ্যে। আর তালাবন্ধ রয়েছে ১৫ লক্ষাধিক বাসাবাড়ি। ঈদ আযহা ও দুর্গাপুজা একই সময় পড়ার কারনেই এমনটি হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম। পাশাপাশি  ফাঁকা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে  ঈদুল আযহা ও পরবর্তী তিন দিনের নিরাপত্তা নিশ্চিদ্র করতে ডিএমপির সকল পর্যায়ের পুলিশ  সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। অপরদিকে মার্কেট বিপণি বিতানের নিরাপত্তায় বহাল থাকছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইউনিট। আর তালাবন্ধ বাসাবাড়ি তদারকি করবে থানা  ও কমিউনিটি পুলিশ। একই ভাবে  যানজট মুক্ত ফাঁকা সড়কগুলোতে বেপরোয়া ভাবে গাড়ি চালকদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা ।

যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, বিগত কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে  নগরীর নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। ফলে অনেক অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলা সম্ভব হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকেও তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি। নিশ্চিদ্র নিরাপত্তার কারণে গভীররাত পর্যন্ত মার্কেট ও বিপণীবিতান গুলোতে রয়েছে ক্রেতাদের উপছে পরা ভিড়। এ অবস্থা ধরে রাখতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব পর্যায়ের সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। তবে ছুটি না দিলেও নয় এমন দু’চার জনকে ছুটি বিবেচনা করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি