একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা

একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ  মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী, মুক্তিবাহিনীর উপ-প্রধান ও সেক্টর কমান্ডার একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। ১০ সেপ্টেম্বর (বুধবার) বেলা সাড়ে ১২টার দিকে মুক্তিযুদ্ধকালে মুজিব বাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক ও সাবেক যুগ্ম সচিব এম ইসহাক ভূইয়া ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সানজিদা আফরিন দিবার আদালতে এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী তানভীর ভুইয়া বলেন, “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বইয়ে অবমাননাকর বক্তব্য দেয়ায় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় এ কে খন্দকারের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে।” অভিযোগে বলা হয়, এ কে খন্দকারের ‘১৯৭১ : ভেতর বাইরে’ বইটির একটি অংশে ‘মুজিব বাহিনীর কিছু সদস্য যুদ্ধের সময় লুটপাটে নেতৃত্ব দিয়েছেন’। এছাড়াও ওই বাহিনীর বেশিরভাগ সদস্যকে মুক্তিযুদ্ধের ময়দানে দেখা যায়নি বলে উল্লেখ করা হয়েছে। বইয়ে তিনি লিখেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষ করেছিলেন ‘জয় পাকিস্তান’ বলে।

বাদী পক্ষের আইনজীবী তানভীর ভূইয়া জানান, বক্তব্য শুনে মামলাটির গ্রহণযোগ্যতার বিষয়ে আদেশের জন্য আদালত আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। তার পরই এ বিষয়ে আদালত পরবর্তী নির্দেশনা দিবেন। আশা করি আদালতের নির্ধারিত দিনেই আমরা বাদী মুক্তিযুদ্ধা হবার প্রমাণপত্র হাজির করবো।

নিজস্ব প্রতিনিধি