রামপুরায় যাত্রীবাহী বাসের চাপাঃ মৃত ২

রামপুরায় যাত্রীবাহী বাসের চাপাঃ মৃত ২

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর রামপুরায় যাত্রীবাহী বাসের চাপায় জহিরুল ইসলাম (৩৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ও অজ্ঞাতপরিচয় (৩৫) এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর (রোববার) রাত সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত রিকশাচালকের মৃত্যু হয়। পরে, রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। জহিরুল ইসলাম কুমিল্লার দেবিদ্বার থানা এলাকার শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় বসবাস করতেন। তিনি গুলশান ডিসিসি মার্কেটের মা সিলভার জুয়েলার্সের মালিক। নিহতের মামাতো ভাই আব্দুল বাতেন বিষয়টি  জানিয়েছেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিকশাচালকের নামপরিচয় জানা যায়নি। সুপ্রভাত নামে যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। পথচারী শাহীন জানান, রাত সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের উপরে রিকশায় করে যাচ্ছিলেন জহিরুল ইসলাম। এ সময় একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দিলে তিনি বাসচাপায় গুরুতর আহত হন।

পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে বাড্ডা এশিয়ান হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা তাকে সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিনিধি