আমরা বিচলিত নইঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা বিচলিত নইঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশে আল-কায়েদার কার্যক্রম চালানোর ঘোষণায় সরকার মোটেও বিচলিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে আল-কায়েদার ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আল-কায়েদা বাংলাদেশে তাদের কার্যক্রম চালানোর যে ঘোষণা দিয়েছে তা আমরা শুনেছি। তবে দেশে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। সুতরাং আমরা বিচলিত নই। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির বুধবার অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘ভারতীয় শাখা গড়ে বাংলাদেশেও কাজ করা হবে। এই পদক্ষেপ উপমহাদেশে ইসলামিক আইনের প্রসার ও জিহাদের পতাকা সমুন্নত রাখবে।’ ৫৫ মিনিটের ওই ভিডিও বার্তায় উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের জন্য ‘আনন্দের খবর’ বলে অভিহিত করেন জাওয়াহিরি।

নিজস্ব প্রতিনিধি