রোববারের হরতাল হচ্ছে নাঃ মাওলানা এম এ মতিন

রোববারের হরতাল হচ্ছে নাঃ মাওলানা এম এ মতিন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ডাকা ৩১ আগস্ট (রোববার) এর হরতাল বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সাত দিনের কর্মসূচি দিয়েছে আহলে সুন্নাত জমা’আত ওয়াল বাংলাদেশ। ২৮ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন এ ঘোষণা দেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রসেনার সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘রোববারের হরতাল হচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে না পারলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’ এ সময় তিনি বলেন, ‘আমরা হরতাল দিয়ে দেশের জনগণকে অযথা কষ্ট দিতে চাই না। তার চেয়ে প্রশাসন যেন আমাদের অনুভূতি বুঝে খুনিদের দ্রুত গ্রেফতার করে।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত নয়টার দিকে পূর্ব রাজাবাজারের নিজ বাসায় খুন হন চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক মাওলানা ফারুকী। তার অনুসারীরা জামায়াত শিবির ও হেফাজতে ইসলামকে দায়ী করে খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি