না ফেরার দেশে সাংবাদিক ওবায়দুল গনি চন্দন

না ফেরার দেশে সাংবাদিক ওবায়দুল গনি চন্দন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জনপ্রিয় শিশুসাহিত্যিক, ছড়াকার ও দৈনিক মানবকণ্ঠের ফিচার সম্পাদক ওবায়দুল গনি চন্দন আর নেই। ১৬ আগস্ট (শনিবার) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা এস এ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

সহকর্মীরা জানান, অসাধারণ প্রাণোচ্ছল মানুষটি শুক্রবার রাতে তুহিন নামের এক বন্ধুর বাসায় ছিলেন। সকালে অসুস্থতা বোধ করলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই তাঁর মৃত্যু হয়েছে। ওবায়দুল গনি এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাংলাভিশন, বৈশাখী টেলিভিশনে কাজ করেছেন। তিনি এক সময় রম্য সাময়িকী ‘কার্টুন’ এ কাজ করতেন। এছাড়া কিশোর তারকালোকেও কাজ করেছেন এই ছড়াকার। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘কান নিয়েছে চিলে’, ‘আমার মানুষ গান করে’, ‘থাকছি ঢাকায় সবাই ফাইন চারশো বছর চারশো’, ‘আঙুল ফুটে বটগাছ’, ‘লেবেন ডিশের লেবেনচুষ’, ‘ভ্যাবলা ছেলে ক্যাবলাকান্ত’, ‘সবুজ সবুজ মনটা অবুঝ’।

নিজস্ব প্রতিনিধি