বগুড়ার সুখানপুকুরে তিন মাসধরে চলছে জমজমাট জুয়ার আসরঃ অতিষ্ঠ এলাকাবাসী

বগুড়ার সুখানপুকুরে তিন মাসধরে চলছে জমজমাট জুয়ার আসরঃ অতিষ্ঠ এলাকাবাসী

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর স্থায়ীভাবে গত ৩ মাস ধরে চলছে জমজমাট জুয়ার আসর। রমজান মাসেও জুয়ার আসর জমজমাট দেখে সাধারণ মুসলমানদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর আগে কখনো এখানকার মানুষ এমন ভাবে জুয়ার আসর চলতে দেখেনি। প্রতিরাতের জন্য আয়োজকরা থানায় টাকা দিয়ে পুলিশের সহযোগিতায় এ জুয়ার উৎসব চালিয়ে আসছে। বন্দর এলাকায় গভীর রাত পর্যন্ত জুয়া চলায় এখানকার ব্যবসায়ীরাও শংকিত। এ এতে করে দিনদিন মানুষের মনের ক্ষোভ দানা বাধলেও প্রশাসনের সহায়তায় এ জুয়ার আসর চলতে থাকায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। এ জুয়ার আসর বন্ধ না করলে ঈদের পর এলাকাবাসী আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। জানা যায়, স্থানীয় প্রভাবশালী নেতারা সুখানপুকুর বন্দরের রেলঘুমটির পাশে একটি গ্যারেজ বড় ঘরের মধ্যে  গত মে মাস থেকে সপ্তাহের ৩ দিন জুয়ার আসর চালিয়ে আসছে। প্রতি সপ্তাহের শুক্রবার, সোমবার ও বুধবার দিনগত রাতে এ জুয়ার আসর বসে। প্রত্যক জুয়ার আসরের রাতে একজন এস আই ও একজন কনটেবল এসে পাহারা দেয়। বন্দরের কয়েক ব্যবসায়ী জানান, সুখানপুকুরে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর চলমান থাকায় আমরা ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠানের মালামালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ্ন। প্রতিদিন শেষে রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় গিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়, যে জুয়ার খেলা সব হারিয়ে বাড়ি ফেরার পথে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়ে যেতে পারে। এ জুয়া বন্ধের জন্য বন্দরের ব্যবসায়ীরা অনুরোধ করেছে তাতে আয়োজকরা কোন কর্ণপাত করেনি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক খান বলেন, আয়োজকরা চুরি করে সেখানে জুয়া চালিয়ে আসছে। বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশের উপস্থিতি থাকার ব্যাপারে ওসি আরো জানান, পুলিশ তার বিভিন্ন কাজে ঐ এলাকায় যেতে পারে। তবে, তিনি প্রতিরাতে জুয়ার জন্য টাকা নেয়ার কথা অস্বীকার করেন।

বিশেষ প্রতিনিধি