বগুড়ায় ডাকাতের হাতে বৃদ্ধা খুন

বগুড়ায় ডাকাতের হাতে বৃদ্ধা খুন

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ  বগুড়ায় ডাকাত দলের  হাতে শিরি বেওয়া (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। এসময় ডাকাত দল তার বাড়ি থেকে নগদ টাকাসহ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।  শিরি বেওয়া বগুড়া সদরের খামারকান্দি গ্রামের  মৃত গোলাম রব্বানির স্ত্রী। এলাকাবাসী সুত্রে জানা যায়, ১৮ জুলাই (শুক্রবার) দিবাগত  রাতে শিরি বেওয়া তার বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তার দুই ছেলে ঢাকায় চাকুরি করেন। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত কোন এক সময় সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে প্রবেশ করে। এর পর তারা  শিরি বেওয়ার মুখের ভিতর কাপড় ঢুকিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে আলমারি ভেঙ্গে নগদ প্রায় ৫ হাজার টাকাসহ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে আশ পাশের লোকজন বৃদ্ধার  রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। অপরাধ বিশেষজ্ঞদের ধারনা, ডাকাত দলের সদস্যদের চিনতে পারায় শিরি বেগমকে হাত পা বেধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে শনিবার বিকেলে বগুড়া সদর থানার ওসি আবু হায়দার মোঃ ফয়জুর রহমান বলেন, শিরি খুনের ঘটনায় মামলা হয়নি। খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিশেষ প্রতিনিধি