মালয়েশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্তঃ ২৯৫ জন আরোহীর মৃত্যুর আশঙ্কা

মালয়েশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্তঃ ২৯৫ জন আরোহীর মৃত্যুর আশঙ্কা
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ইউক্রেনের রুশ সীমান্ত লাগোয়া অঞ্চলে ২৯৫ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। মিসাইল হামলায় ফ্লাইট ‘এমএইচ১৭’ উড়োজাহাজটি ভূপাতিত হয় বলে জানিয়েছে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি। উড়োজাহাজটিতে থাকা ২৯৫ আরোহীর সবাই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন হেরাশচেঙ্কো জানিয়েছেন বিধ্বস্ত উড়োজাহাজের কোনো আরোহী বেঁচে থাকার সম্ভাবনা নেই। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, নেদারল্যান্ডের আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় ১৪টা ১৫ মিনিটে ইউক্রেনের শাখতেরেস্ক এলাকায় বিধ্বস্ত হয়। রুশ সীমান্ত থেকে স্থানটির দূরত্ব ৫০ কিলোমিটার। ভূপাতিত হওয়ার সময় উড়োজাহাজটিতে ২৯৫ জন আরোহী ছিলো বলে নিশ্চিত করেছে ইন্টারফ্যাক্স। এদের মধ্যে ২৮০ জন যাত্রী ও ১৫ জন ক্রু। মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষও টুইটারে জানিয়েছে, এমএইচ১৭ উড়োজাহাজটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইউক্রেনের আকাশসীমায় থাকা অবস্থায় উড়োজাহাজটির সঙ্গে তাদের সর্বশেষ যোগাযোগ হয়েছিলো ইন্টারফ্যাক্স জানিয়েছে মাটি থেকে ছোঁড়া বিমানবিধ্বংসী ‘বিইউকে’ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে উড়োজাহাজটি। তবে ইউক্রেন সহ পশ্চিমা সংবাদমাধ্যমের ধারণা বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রেও বিধ্বস্ত হতে পারে উড়োজাহাজটি। সংবাদমাধ্যম জানিয়েছে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশের প্রাক্কালে মাটি থেকে প্রায় দশ হাজার মিটার উচ্চতায় উড়োজাহাজটিতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র।  ইউক্রেনের যেখানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেখানে আগে থেকেই দেশটির রুশপন্থি বিদ্রোহী তৎপরতা চলছে। সোমবার ওই এলাকায় একইভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ইউক্রেনীয় পরিবহন উড়োজাহাজ ভূপাতিত করে বিদ্রোহীরা। এছাড়া বৃহস্পতিবারও ইউক্রেনের একটি যুদ্ধবিমানকে একইভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করে রুশ জঙ্গিবিমান।

[সূত্র: বিবিসি/সিএনএন.]

আন্তর্জাতিক ডেস্ক