ছাত্রলীগকর্মী হত্যাকাণ্ডের ঘটনাঃ যবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছাত্রলীগকর্মী হত্যাকাণ্ডের ঘটনাঃ যবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগকর্মী নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সাথে ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় যবিপ্রবির ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ১৪ জুলাই (সোমবার) সন্ধ্যায় যবিপ্রবি প্রশাসন এক জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানান, ছাত্রলীগকর্মী হত্যার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ৯টার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়। সূত্র আরো জানায়, একইসাথে ক্যাম্পাসে রাজনীতি করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইকবাল কবির জাহিদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান জাহিদ, ড. শাহিদুর মোল্লা, আলম হোসেন, ড. এস এম মুজাহিদুল হক।

এসবিডি নিউজ ডেস্ক