ফাইনালে আর্জেন্টিনা

ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট পেল মেসির আর্জেন্টিনা। ১৩ জুলাই মারাকানা জার্মানির মুখোমুখি হবে তারা। সমানে সমানেই লড়ছেন আরিয়েন রোবেন ও লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। এবারও তার ব্যতিক্রম হলো না। সেমিফাইনালে হল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গেল লিওনেল মেসির দল।

প্রথমার্ধের পর গোলের দেখা মেলেনি দ্বিতীয়ার্ধেও। অতিরিক্ত সময়ও থেকেছে গোলশূণ্য। অতঃপর পেনাল্টি শুটআউটে হল্যান্ডকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন আরিয়েন রোবেন। কিন্তু তাঁর সেই গোল প্রচেষ্টা দারুণভাবে রুখে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো। এর আগে ৭৬ মিনিটের মাথায় হল্যান্ডের জালে একবার বল জড়িয়েও দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। আর্জেন্টিনার সমর্থকেরা মেতে উঠেছিলেন উল্লাসে। কিন্তু পরমুহূর্তেই রেফারির অফসাইডের পতাকার দিকে তাকিয়ে হতাশ হতে হয়েছে তাদের। রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল কিনা, সেটা নিয়ে হয়তো অনেক বিতর্কই চলবে ফুটবল বিশ্বে। কিন্তু আপাতত সেটা দূরে রেখে অতিরিক্ত সময়ের দিকেই তাকিয়ে থাকতে হবে ফুটবলপ্রেমীদের। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সমানে সমানেই লড়াই চালিয়েছে দুই সেমিফাইনালিস্ট। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৫৪ শতাংশ সময় বলের দখল ছিল হল্যান্ডের কাছে। তবে রক্ষণভাগে এসে খুব বেশি শট নিতে পারেনি ডাচরা। ছয়টি শট নিলেও কোনোটিই ছিল না আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে। প্রথমার্ধে ওয়েসলি স্নেইডারের একটি শটটা চলে গেছে গোলপোস্টের বেশ খানিকটা বাইরে দিয়ে। আরিয়েন রোবেনকে কয়েকবার দেখা গেছে স্বভাবসুলভ দ্রুতগতিতে আর্জেন্টিনার রক্ষণভাগে ঢুকে পড়তে। কিন্তু সেগুলো দিয়ে গোলের সুযোগ তৈরি করতে পারেননি এই ডাচ উইঙ্গার। ১৫ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির একটি ফ্রি-কিক দারুণভাবে রুখে দিয়েছিলেন ডাচ গোলরক্ষক ইয়াসপার সিলেসেন। ২৫ মিনিটে এজেকিয়েল গারাইয়ের হেড চলে গেছে হল্যান্ডের গোলপোস্টের কিছুটা ওপর দিয়ে।

ক্রীড়া প্রতিবেদক