সাংবাদিক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার তীব্র প্রতিবাদঃ ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবী

সাংবাদিক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার তীব্র প্রতিবাদঃ ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবী

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ) সহ বেশ কয়েকটি সংগঠন। সমাবেশে বক্তারা সরকার ও পুলিশ প্রসাশনকে ৪৮ ঘণ্টার সময় বেধে দেন। এ সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, পেশাজীবী সংগঠনের নেতা রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সভাপতি শাখাওয়াত হোসন বাদশা, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আক্তারুজ্জামান লাভলু, সমকালের চিফ রিপোর্টার লোটন ইকরাম প্রমুখ। শওকত মাহমুদ বলেন, সরকারের প্রতি দাবি জানাই যারা শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা করেছে তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যদি এই সময়ের মধ্যে শাস্তি দিতে ব্যার্থ হন তাহলে সন্দেহের তীর সরকারের ওপর উঠবে। এই ঘটনা প্রমাণ করে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। তিনি বলেন, এটা রাজনৈতিক কোনো আন্দোলন নয়, এটা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলন। রুহুল আমিন গাজী বলেন, সাংবাদিকরা দীর্ঘদিন ধরে আন্দোলনে আছেন। শাহেদ চৌধুরী শুধু সাংবাদিকই নন, তিনি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করেন। তার কিছু হলে ছাড় দেয়া হবে না। আগুন নিয়ে খেলবেন না, তার পরিণাম ভালো হবে না। সৈয়দ আবদাল আহমদ বলেন, আমাদেরকে এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। হত্যা-গুম ও অপহরণ বন্ধ করার জন্য সাংবাদিক সংগঠনগুলোকে জোরালো কর্মসূচি দিতে হবে। কুদ্দুস আফ্রাদ বলেন, শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। সরকার পুলিশ প্রসাশন চাইলে এর একটা কিছু করতে পারে। লোটন ইকরাম বলেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, সাংবাদিকদের এই ৪৮ ঘণ্টার আল্টিমেটামে সাড়া দিয়ে অপরাধীদের গ্রেফতার করুন এবং শাস্তি দিন।

নিজস্ব প্রতিনিধি