চীন সফরের চতুর্থ দিনঃ নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষর

চীন সফরের চতুর্থ দিনঃ নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষর

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ সফরেরচতুর্থ দিনে ৯ জুন (সোমবার) দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে ওই বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, দুটো সমঝোতা স্মারক, অর্থনৈতিক ও কারিগরিসহায়তা বিষয়ে দুটো চুক্তি এবং ১টি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। আর, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়ে আরও আলোচনা চালাতে সম্মত হয়েছেদুপক্ষ। বৈঠকের আগে গ্রেট হল অব পিপলসে গার্ড অব অনার দেয়া হয় শেখ হাসিনাকে। সেখানে তিনি গার্ড পরিদর্শন করেন এবং সামরিক অভিবাদন গ্রহণ করেন।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর চীনে প্রথম সফরে গতশুক্রবার ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পৌঁছান শেখ হাসিনা। আগামী বুধবারতার দেশে ফেরার কথা।

আন্তর্জাতিক ডেস্ক