সাতক্ষীরায় দেবহাটা সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সাতক্ষীরায় দেবহাটা সীমান্তে  ১৬ লাখ  টাকার ভারতীয় পণ্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ  দেবহাটায়  ১৬ লাখ টাকার ভারতীয় ত্রি-পিচ ও সিটকাপড় আটক করা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে দেবহাটার  শাকরা ক্যাম্পের বিজিবি সদস্যরা  সীমান্তের সেকেন্দারা নামক স্থল থেকে এসব ভারতীয় পণ্য আটক করে।

সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের বর্ডার গার্ডের আওতাধীন দেবহাটা ক্যাম্পের নায়েক সুবেদার আমির আলি জানান, দেবহাটা  উপজেলার  ইছামতি নদীর ভাতশালা সীমান্ত  পার হয়ে ৩০-৪০ জনের একদল চোরচালানীরা অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে আসছে এ ধরণের একটি খবর পান তারা। ওই খবরের ভিত্তিতে বিজিবির টহল দল দেবহাটার সেকেন্দারা এলাকায় ওৎ পেতে থাকে। রাত ১২ টার দিকে দলবদ্ধভাবে পণ্য নিয়ে আসার সময় তাদেরকে থামতে বলা হয়। এ সময় তারা না থেকে পালানোর চেষ্ট করলে  বিজিবি সদস্যরা তাদেরকে  ধাওয়া করে। একপর্যায়ে চোরাচালানীরা দেড় শত ত্রি পিচ ও চার হাজার ৪০০ মিটার থান কাপড় ফেলে পালিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।