থাইল্যান্ডে শাসন ক্ষমতায় সেনাবাহিনী

থাইল্যান্ডে শাসন ক্ষমতায় সেনাবাহিনী

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ নানা জল্পনা-কল্পনার পর অবশেষে থাইল্যান্ডের শাসন ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ২২ মে (বৃহস্পতিবার) থাইল্যান্ডের জাতীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়। রয়টার্স ও বিবিসি অনলাইন জানিয়েছে, থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চান-ওছা সরকারবিরোধী বিভিন্ন দলের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন। সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক পুনর্গঠনে কাজ করে যাবে।’ তিনি বলেন, ‘দেশের স্বাভাবিক অবস্থা ও শান্তি ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো বিনির্মাণের স্বার্থে সেনাবাহিনী ক্ষমতা দখলে বাধ্য হল।’ শাসন ক্ষমতা দখল করার কিছু সময় আগে সরকারবিরোধী নেতা সুথেপ থউগসুবানকে গ্রেপ্তার করে সেনা সদস্যরা।

এর আগে বুধবার দেশটিতে সামরিক আইন জারি করে সেনাবাহিনী। তখন বলা হয়েছিলো যে, বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিতে সহিংসতা ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সে সময় কোনো ধরনের অভ্যুত্থানের সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছিল সেনাবাহিনী।

আন্তর্জাতিক ডেস্ক