র‌্যাবকে বিলুপ্ত করে দেয়া উচিতঃ হিউম্যান রাইটস ওয়াচ

র‌্যাবকে বিলুপ্ত করে দেয়া উচিতঃ হিউম্যান রাইটস ওয়াচ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করে দেয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে বছরের পর বছর ধরে র‌্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, নির্যাতন ও মানবাধিকার হরণের অভিযোগের নিবিড় তদন্ত দাবি করেছে সংস্থাটি। ১৪ মে (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে লেখা এক খোলা চিঠিতে সংস্থাটি এ দাবি জানায়। র‌্যাবের বিলুপ্তি দাবি করে সংস্থাটির এশিয়া মহাদেশের আঞ্চলিক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, র‌্যাবকে বিলুপ্ত করে দেয়া উচিত। এর পরিবর্তে এমন একটি আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করা দরকার যেটি আইনের নিয়ম-নীতি মেনে চলবে। এবং এটিকে পর্যবেক্ষণ করার ব্যবস্থা থাকবে। তিনি বলেন, আত্মঘাতী বাহিনীর কোন জায়গা গণতন্ত্রে নেই। র‌্যাব বিলুপ্ত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাবির কথা উল্লেখ করে অ্যাডামস বলেন, র‌্যাবের বিলুপ্তি বিষয়টি এখন বাংলাদেশের খোলামেলা দাবিতে পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্গনের বিরুদ্ধে অবস্থান নিতে এটাই বাংলাদেশের জনগণের উপযুক্ত সময়। অ্যাডামস চিঠিতে বলেন, প্রধানমন্ত্রীকে এখন অবশ্যই বৃহৎ পরিধিতে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের দায়িত্ব নিতে হবে এবং শুধু নারায়ণগঞ্জই নয়, সব অভিযোগের বিষয়েই স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে একটি স্বাধীন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বহুদিন ধরে সরকার র‌্যাবের বিষয়ে তদন্ত করতে না চাইলেও নারায়ণগঞ্জের খুনের ঘটনার পর সরকার তার অবস্থান পরিবর্তন করেছে। আগের অবস্থান থেকে সরে আসাটা ইতিবাচক। আর এটি র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর অনিয়মের অভিযোগের বিপক্ষে একটি আশাব্যাঞ্জক দিক। বিরোধী নেতাকর্মীদের বিচারবর্হিভূত হত্যার কথা উল্লেখ করে অ্যাডামস বলেন, মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘ সময় ধরেই র‌্যাবের বিচারবর্হিভূত হত্যাকান্ডের ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলে আসছে। অতিসম্প্রতি এইচআরডব্লিউ দেখিয়েছে, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বিরোধীদলের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বাংলাদেশের মিডিয়াগুলো এ সংখ্যা আরো বেশি বলে উল্লেখ করেছে।

এসবিডি নিউজ ডেস্ক