নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাঃ রফিকুল ইসলাম গ্রেফতার

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাঃ রফিকুল ইসলাম গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ১২ মে (সোমবার) সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বলে ঢাকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। নূর হোসেনের পরিবহণ ব্যবসা দেখাশুনা করতেন রফিকুল ইসলাম। তার কাছ থেকে নূর হোসেনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে। এর তিন দিন পর শীতলক্ষ্যা থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন উদ্ধার করা হয় আরেক জনের। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। ৪ মে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।

বিশেষ প্রতিনিধি