দুর্নীতির অভিযোগঃ এসিল্যান্ড আশরাফ হোসেন সাময়িক বরখাস্ত

দুর্নীতির অভিযোগঃ এসিল্যান্ড আশরাফ হোসেন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাজধানীর কোতয়ালীর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আশরাফ হোসেন শেখকে দুর্নীতি, হয়রানি ও জালিয়াতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতকাল রাজধানীর কোতয়ালী এসিল্যান্ড অফিস ঝটিকা পরিদর্শনে গিয়ে এসিল্যান্ডকে অনুপস্থিত দেখতে পান। বেলা ১১টা পর্যন্ত বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞাসা করা হলে এসিল্যান্ড আশরাফ বলেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) এর নির্দেশে একটি ফাইল নিয়ে যুগ্মসচিব (প্রশাসন) এর সাথে সাক্ষাতের জন্য তিনি ভূমি মন্ত্রণালয়ে গিয়েছিলেন। ভূমি প্রতিমন্ত্রী তাৎক্ষণিক যুগ্মসচিব (প্রশাসন)কে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সহকারী কমিশনার (ভূমি) আশরাফ হোসেন শেখের দাবী অস্বীকার করেন। এছাড়া প্রতিমন্ত্রী ভূমি সার্কেলের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর একটি ছেঁড়া পোর্ট্রেট ছবি অসামঞ্জস্যভাবে টাঙানো দেখতে পান যা ছিল আইনের পরিপন্থী। এসিল্যান্ড আশরাফ হোসেন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ১৮৫৯/১৩-১৪ মামলা মাত্র ১৩ দিনে নামজারি মামলা নিষ্পত্তি করা হলেও প্রায় ২০ দিন অতিবাহিত হওয়ার পরও অফিসে রাখা রেজিস্ট্রারে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অনুমোদন না থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সহকারি তাতে স্বাক্ষর করেন যা নীতি বহির্ভূত বলে প্রমাণিত হয়। আরও অসংখ্য নামজারি ২০-২৫ দিন পূর্বে অনুমোদিত হলেও সংশ্লিষ্ট রেকর্ড সংশোধন করা হয়নি। প্রতিমন্ত্রী অফিস কম্পউন্ডে ঢুকার সময় অসংখ্য লোককে জটলা অবস্থায় দেখতে পান আবার পরক্ষণেই প্রতিমন্ত্রীর উপস্থিতি টের পেয়ে ঐ এলাকা শূন্য হয়ে যায় যা সন্দেহের উদ্রেক হয়। প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শনে সেবা প্রত্যাশীদের নামজারি, রেকর্ড সংশোধন, অনিয়ম, দুর্নীতি ও জনহয়রানির প্রমাণ পাওয়ায় এসিল্যান্ড আশরাফ হোসেন শেখকে সাময়িকভাবে বরখাস্তের জন্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দেন। এসময় ভূমি অফিসে আসা সেবা গ্রহিতারা ভূমি প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সেবা পাওয়ার দাবি জানান। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি অফিসের প্রয়োজনীয় সংস্কার এবং ভূমি সংক্রান্ত সমস্যাদি দ্রুত নিষ্পত্তিসহ সেবা প্রত্যাশীরা যাতে কোন হয়রানি ও জালিয়াতির শিকার না হন সে বিষয়ে সদা সতর্ক সজাগ থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) প্রদীপ কুমার দাস ও এপিএস রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম মন্ত্রীর সাথে ছিলেন।

নিজস্ব প্রতিনিধি