করাচিতে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক হামিদ মির আহত

করাচিতে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক হামিদ মির আহত

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির ১৯ এপ্রিল (শনিবার) রাজধানী করাচিতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। জিও নিউজের খবরে বলা হয়েছে, অজ্ঞাত অস্ত্রধারী ব্যক্তিরা তাঁর গাড়িতে অতর্কিতে হামলা চালায়। তিনি জিও নিউজ-এর কার্যনির্বাহী সম্পাদক পদে আছেন। গুরুতর জখম অবস্থায় হামিদ মীরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন মহল থেকে এই হামলার নিন্দা করা হয়েছে।

হামিদ মীরের দেহে দুটি গুলি লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে কাছের একটি হাসপাতালে নেয়া হয়। ডন জানিয়েছে, হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় হামিদ মীরের জ্ঞান ফিরেছে এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হামিদ মীরের ওপর কারা হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার দায়িত্বও কেউ স্বীকার করেননি। এর আগেও ২০১২ সালে হামিদ মীরকে হত্যার চেষ্টা চালিয়েছিল তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। সংঘাতপ্রবণ পাকিস্তানে সাংবাদিকরাও জঙ্গিদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু। ২০১৩ সালে দেশটিতে অন্তত সাতজন সাংবাদিক নিহত হন বলে রিপোর্টার্স উইদাউট বর্ডার জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক