সাঈদীর আপিলঃ রায় ঘোষণা করা হবে যেকোনো দিন

সাঈদীর আপিলঃ রায় ঘোষণা করা হবে যেকোনো দিন

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে দায়ের করা আপিলের রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। ১৬ এপ্রিল (বুধবার) প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। একই সঙ্গে সাঈদীর বিরুদ্ধে ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে পিরোজপুরে মমতাজ বেগমের দায়ের করা মামলার জিআর কপি ও চার্জশিটের কপি তলবের জন্য উভয় পক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। দীর্ঘ আট মাসে মোট ৪৯ কার্যদিবস শুনানি শেষে এ মামলাটির সমাপ্তি ঘটল বুধবার। এখন শুধু অপেক্ষা আদেশের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ছয়জনের ব্যাপারে করা আপিলের মধ্যে সাঈদীর মামলাটি রয়েছে দ্বিতীয় স্থানে। এর আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তি করে রায় কার্যকর করা হয়েছে।  গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এর এক মাস পর ২৮ মার্চ উচ্চ আদালতে আপিল করে উভয় পক্ষ। গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে এ মামলার আপিল শুনানি শুরু হয়। বুধবার আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। অন্যদিকে, আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এস এম শাহজাহান, তাজুল ইসলাম এবং ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমীন আপিল শুনানিতে অংশ নেন।  সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন। এর মধ্যে দুটি অভিযোগে ফাঁসির আদেশ দেয়া হয়, আর ছয়টিতে কোনো দণ্ড দেওয়া হয়নি। প্রমাণিত না হওয়ায় বাকি ১২টি অভিযোগে ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি দেয়া হয়।

বিশেষ প্রতিনিধি