আমাদের আন্দোলন আগের মতোই পুরোপুরি শান্তিপূর্ণ আছে এবং থাকবেঃ ইমরান এইচ সরকার

আমাদের আন্দোলন আগের মতোই পুরোপুরি শান্তিপূর্ণ আছে এবং থাকবেঃ ইমরান এইচ সরকার

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যুদ্ধাপরাধীদের নির্মূলের রূপরেখা ও ছয় দফা বাস্তবায়নে নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। ১১ এপ্রিল (শুক্রবার) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার বলেন, ‘যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের দোসররা বিভিন্নভাবে আমাদের আন্দোলনকে বানচাল করতে আগেও সক্রিয় ছিল, এখনো আছে। এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল রাতে শাহবাগে তারা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের পাঁচ সহযোদ্ধা আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করতে গেলে তারা আবারও আমাদের ওপর হামলা করে। এর প্রতিবাদে ৪ এপ্রিল বিকেলে শাহবাগে সমাবেশ ডাকলে সেখানেও পুলিশ আমাদের ওপর জঘন্য হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা জানাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ ডা. ইমরান আরো বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই যে, আমাদের আন্দোলন হামলা-মামলা-চক্রান্ত করে থামানো যাবে না। এ ধরনের হামলা-মামলা-চক্রান্ত আমাদের আরো শক্তিশালী করবে। আন্দোলনকে করে তুলবে আরো গতিশীল। আমরা দেশবাসীকে বলতে চাই, আমাদের আন্দোলন আগের মতোই পুরোপুরি শান্তিপূর্ণ আছে এবং থাকবে।’ সংবাদ সম্মেলনে ডা. ইমরান নতুন কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে : একাত্তরে কাদের মোল্লার (মানবতাবিরোধী অপরাধের দায়ে যার ফাঁসি কার্যকর হয়েছে) নেতৃত্বে রাজধানীর মিরপুরের আলোকদী গ্রামের যাদের ওপর নির্যাতন চালানো হয়েছে, তাদের সঙ্গে ১৪ এপ্রিল সকাল ৯টায় বৈশাখী শুভেচ্ছা বিনিময়, বিকেল ৩টায় শাহবাগে ‘নববর্ষের অঙ্গীকার, নিপাত যাক রাজাকার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্বালন। গণজাগরণ মঞ্চের ৬ দফা বাস্তবায়নের দাবিতে এবং মানবতাবিরোধী অপরাধের বিচারে দীর্ঘসূত্রতার প্রতিবাদে ১৮ এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং এদিন বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ।

নিজস্ব প্রতিনিধি