গিনেজ বুকের ওয়েবসাইট আপডেটঃ জাতীয় সঙ্গীত পরিবেশনে সর্বোচ্চ মানুষের উপস্থিতির রেকর্ড

গিনেজ বুকের ওয়েবসাইট আপডেটঃ জাতীয় সঙ্গীত পরিবেশনে সর্বোচ্চ মানুষের উপস্থিতির রেকর্ড

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় সঙ্গীত পরিবেশনে সর্বোচ্চ মানুষের উপস্থিতির রেকর্ড করল বাংলাদেশ। ৯ এপ্রিল (বুধবার) এই বিষয়ে গিনেজ বুকের ওয়েবসাইটে একটি আপডেট দেয়া হয়েছে। আপডেটে বলা হয়েছে, ‘সর্বোচ্চ সংখ্যক মানুষের জাতীয় সঙ্গীত পরিবেশনের রেকর্ড করল বাংলাদেশ।’ এতে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশে জাতীয় প্যারেড গ্রাউণ্ডে জাতীয় সঙ্গীত পরিবেশনে ২ লাখ ৫৪ হাজার ৫’শ ৩৭ জন মানুষ অংশ নেয়। ২০১৪ সালের ২৬ মার্চ দেশের ৪৩তম স্বাধীনতা দিবসে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে একসঙ্গে আড়াই লক্ষাধিক লোক জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশ। এ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ খান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব ধরনের শ্রেণি-পেশার মানুষ। প্যারেড গ্রাউডের আশে পাশে আরও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এর মধ্য দিয়ে একসঙ্গে সর্বাধিকসংখ্যক মানুষ একত্রে জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড করেছে।

এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের রেকর্ডটি ভারতের দখলে ছিল। ৬ মে, ২০১৩ তারিখে ১ লাখ ২১ হাজার ৬’শ ৫৩ জন ভারতীয় একত্রে জাতীয় সঙ্গীত পরিবেশন করে এই রেকর্ড করেন।

নিজস্ব প্রতিনিধি