নতুন বছরের শুরুঃ লাগাতার অবরোধ

নতুন বছরের শুরুঃ লাগাতার অবরোধ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য লাগাতার অবরোধের ডাক দিল বিএনপি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ অবরোধ সর্বাত্মক চলবে বলে ঘোষণা দেয় দলটি। ৩০ ডিসেম্বর (সোমবার) রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ ছাড়া আগামীকাল ৩১ ডিসেম্বরও (মঙ্গলবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয় ওই সংবাদ সম্মেলনে।

খন্দকার মাহবুব বলেন, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সরকার ভয় পেয়ে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রেখেছে। সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। সর্বশেষ মুক্তিযোদ্ধা শমসের মবির চৌধুরীকেও গ্রেফতার করে সরকার তার স্বৈরাচারি মনোভবের ধারাবাহিকতা বজায় রেখেছে। তিনি বলেন, বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে। এদেশের মানুষ বিএনপির ডাকে রাস্তায় নেমেছে। সরকারকে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন বন্ধ করার আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ঘোষিত তফসিল বাতিল করে সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দাবি মানা না পর্যন্ত অবরোধ চলবে। তবে ‘গণতন্ত্রে জন্য অভিযাত্রা’ কর্মসূচি বলবৎ থাকবে কি না সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেন নি তিনি। তিনি বলেন, ১ জানুয়ারি বুধবার ভোর ৬ টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সর্বাত্মক শান্তিপূর্ণ অবরোধ চলবে। শান্তিপূর্ণ অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাঁধা দিলে এর পরিনতি ভালো হবে না। সংবাদ সম্মেলনে সোমবার সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের পাইকারী হারে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তিনি। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে জনগণকে রাস্তায় নামারও আহ্বান জানান খন্দকার মাহবুব।

নিজস্ব প্রতিনিধি