কসাই কাদেরের জন্য ৫ জল্লাদ প্রস্তুত!

কসাই কাদেরের জন্য ৫ জল্লাদ প্রস্তুত!

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করতে সর্দার শাহাজাহান ভূইয়াসহ পেশাদার পাঁচ জল্লাদ প্রস্তুত। এ ছাড়া নতুন আরো কয়েকজন জল্লাদকেও প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে পাকাপোক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন গাজীরপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। বাকিরা রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা এবং খুলনা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারাগারের একাধিক সূত্রে জানা গেছে, গত আগস্ট থেকে শুরু করে নভেম্বর পর্যস্ত ফাঁসি কার্যকরের মহড়ায় অংশ নিয়েছে জল্লাদরা। প্রশিক্ষিত করে তোলা হয়েছে তাদের। নরসিংদীর শাহজাহান ভূঁইয়া, কক্সবাজারের বাবুল মিয়া (মুক্ত), সাভারের কালু মিয়া, গোপালগঞ্জের শেখ কামারুজ্জামান, ঢাকার ফারুক, মাসুম ও মনির হোসেনসহ আরো কয়েকজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত রাখা হয়েছে। তবে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের দিনক্ষণ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব কর্মকর্তা গোপনীয়তা রক্ষা করে চলেছেন। কারাগারের একটি সূত্র আরো জানায়, রোববার দুপুরে ট্রাইব্যুনালের এক বিচারক আকস্মিক পরিদর্শনে যান ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে তিনি ৩টি ফাঁসির মঞ্চ এবং কনডেম সেল ঘুরে দেখেন। পাশাপাশি তিনি কারাগারের ঠিকাদারি কাজের বিষয়েও কথা বলেছেন।

কারা সূত্র মতে, ফাঁসির মঞ্চ ও ফাঁসির রশিসহ (ম্যানিলা রোপ) আনুষাঙ্গিক সব কিছুর পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকি দণ্ডিত আবদুল কাদের মোল্লাসহ জামায়াতের যুদ্ধাপরাধী নেতাদের ফাঁসির রায় কার্যকর করা। অন্যদিকে রোববার দুপুরে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায়ের কপি কারা কর্তৃপক্ষ হাতে পেয়ে তাৎক্ষণিক কনডেম সেলে তার কাছে পৌঁছে দেয়। রায়ের কপি পাওয়ার পরই কাদের মোল্লা তার আইনজীবী ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেন। এসময় কাদের মোল্লা কিছুটা বিমর্ষ হয়ে সেলের মেঝেতে বসে পড়েন। অস্থির হয়ে পড়ার কারণে গতকাল দুপুরের খাবারও খাননি কাদের মোল্লা। তবে নবনিযুক্ত কারা মহাপরিদর্শক মাঈন উদ্দিন খন্দকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে তাড়াহুড়া করছেন না তারা। যা করা হচ্ছে, তা কারা নীতিমালা বা জেল কোড অনুযায়ীই করা হচ্ছে।

বিশেষ প্রতিনিধি