এরশাদ সমাচারঃ সুজাতার সাথে বৈঠক,জাতীয় পার্টির ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী অফিস করেননি

এরশাদ সমাচারঃ সুজাতার সাথে বৈঠক,জাতীয় পার্টির ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী অফিস করেননি

কাজী মাহফুজুর রহমান শুভ,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর সাথে বৈঠক করেন। ৪ ডিসেম্বর বিকালে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সুজাতা সিং সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। এর আগে ২৬ ঘণ্টা পর দেখা মিলে হুসেইন মুহম্মদ এরশাদের। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলনের পর আকষ্মিকভাবে অন্তর্ধান হন সাবেক এই প্রেসিডেন্ট। মুঠোফেনেও পাওয়া যায়নি তাকে। তার এই অদৃশ্য অবস্থান বিপুল রহস্যের জন্মদিয়েছিল। সব রহস্য আর ধুম্রজালের অবসান ঘটিয়ে আজ বিকাল ৩ টা ২০ মিনিটে তিনি বনানীর প্রেসিডেন্ট পার্কের বাড়িতে প্রবেশ করেন। ঢাকা-শ-৪৬৯ নম্বর গাড়ীতে করে তিনি অজ্ঞাত স্থান থেকে বাসায় পৌঁছেন। আগেই কয়েকশ’ নেতাকর্মী তার বাসার সামনে ভিড় করেন। তারা এরশাদের নামে স্লোগান দিতে থাকেন। ‘এরশাদের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’- এমন স্লোগান দেন তারা। এর কিছুক্ষণ আগেই জাতীয় পার্টি নেতা রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ কয়েকজন সংসদ সদস্য সেখানে উপস্থিত হন। রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রিসভার পদত্যাগের বিষয়েও বিকালেই তিনি সিদ্ধান্ত দেবেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি বাসা থেকে বের হন। দুপুর ১২ টায় গুলশান অফিসে সংবাদ সম্মেলনের পর তার মোবাইল ফোনে একটি কল আসে। তারপরই তিনি অজ্ঞাত স্থানে চলে যান।

অপরদিকে, নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে ৪ জন বুধবার সকাল থেকে সচিবালয়ে অফিস করেননি। তারা হলেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী রওশন এরশাদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম। তবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক অফিস করেছেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ মঙ্গলবার পর্যন্ত দাফতরিক কাজ করলেও বুধবার অফিস করেননি। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক একটি বৈঠকে তার উপস্থিত থাকার কথা ছিল। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক জানান, সকালে দাফতরিক কাজে তিনি মন্ত্রীর বাসায় গিয়েছিলেন। বিকাল ৩টায় জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ একটি বৈঠকে রুহুল আমিন হাওলাদারের উপস্থিত থাকার কথা। তবে মন্ত্রণালয়ে আসার বিষয়ে তিনি কিছু জানাননি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সালমা ইসলাম গত মঙ্গলবার প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। তবে গতকাল বুধবার দুপুর পর্যন্ত তিনি মন্ত্রণালয়ে আসেননি। এ বিষয়ে তিনি কারো সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলেও জানা গেছে।

নিজস্ব প্রতিনিধি