আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবোঃ মির্জা ফখরুল

আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবোঃ মির্জা ফখরুল

পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের শপথ নিতে বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১ নভেম্বর (শুক্রবার) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজার আগে এক সংক্তিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শহীদের রক্তের ওপর দিয়ে চূড়ান্ত আন্দোলনের শপথ নিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। তাই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফখরুল বলেন, ‘হরতাল চলাকালে স্বৈরাচারী সরকার ২০ গণতন্ত্রকামী মানুষকে হত্যা করেছে। এসব শহীদদের রক্তের ওপর দিয়ে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবো। গণতন্ত্রের স্বার্থে নিরদলীয় সরকারের ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে সরকারকে বাধ্য করতে হবে নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে।’ এসময় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি