ঝিনাইদহে মসজিদের জায়গা দখল!

ঝিনাইদহে মসজিদের জায়গা দখল!

আহমেদ নাসিম আনসারী,ঝিনাইদহ প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ ঝিনাইদহ শহরের আরাপপুরে মসজিদের জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। ভূমিদস্যুরা সেখানে বহুতল মার্কেট নির্মাণের চেষ্টা করছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। এদিকে মসজিদের জায়গা দখল নিয়ে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের আরাপপুরে বাসস্ট্যাণ্ডে সাড়ে ২.২৫ শতক জমির উপর ৪ তলা বিশিষ্ট  কারিমিয়া মসজিদ ও সাড়ে ৪ শতকের উপর মাদ্রাসা প্রতিষ্ঠিত। এর পাশে মসজিদের পৌনে ৫ শতক জমি রয়েছে। সম্প্রতি, এলাকার ভূমিদস্যু সাইফুল, মিলন, আইয়ুব, লুৎফর ও আবুল মণ্ডল মসজিদের পূর্ব পাশের পৌনে ৫ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। ১০ বছর আগে সামছুল আলম নামে এক ব্যক্তি এই জমি মসজিদে দান করেন এদিকে মসজিদের জায়গা দখলের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আদালতে মামলা করেছেন। আদালত ওই জমিতে ভবন নিমার্ণে নষেধাজ্ঞা জারি করেছে। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যুরা ওই জমি থেকে মাটি কেটে মার্কেট নির্মাণের চেষ্টা করছে। পুলিশ ও এলাকাবাসীর বাঁধায় মার্কেট নির্মাণ বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই ভূমিদস্যু সিন্ডিকেটটি এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের জমি দখল করে আসছে। এদিকে জমি দখলের বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর থানার এসআই নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এসবিডি নিউজ ডেস্ক