সাতক্ষীরায় জেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষঃ নিহত ১,আহত ১০

সাতক্ষীরায় জেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষঃ নিহত ১,আহত ১০

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ কর্মী সমাবেশে আসন গ্রহণ করাকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লা আমান (৪৪) নিহত হয়েছেন। ৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে (খুলনা সার্জিক্যাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীসহ কমপক্ষে ১০ জন। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএপির সভাপতি হাবিবুল ইসলাম গ্রুপ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে অন্যন্যরা হলেন- জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, শহর বিএপির সভাপতি হাবিবুর রহমান হবি, তরুণ দলের আব্দুল আলিম আমিনুল ইসলামসহ ১০ জন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জানান, সমাবেশ শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। সভাপতির বক্তব্য শেষ হতেই মঞ্চে বসা ও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় তারপর সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় হাবিব গ্রুপের সমর্থকরা হাসুয়া, রড, দা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শিল্পকলা একাডেমি চত্বর রণক্ষেত্রে পরিনত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম। প্রধান অতিথির সামনে এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিনিধি