দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতাবিরোধী কর্মকান্ডঃ ৯২ বছর বয়সী সিয়াট ব্রুইনসের বিচারকার্য শুরু

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতাবিরোধী কর্মকান্ডঃ ৯২ বছর বয়সী সিয়াট ব্রুইনসের বিচারকার্য শুরু

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় জার্মান নাগরিক সিয়াট ব্রুইনসকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে। ব্রুইনসের বর্তমান বয়স ৯২। তিনি এডলফ হিটলারের নাৎসি বাহিনীর সাথে কাজ করতেন। ২ সেপ্টেম্বর (সোমবার) জার্মানির উত্তর-পশ্চিম অঞ্চলের শহর হেগেনে তার বিচার প্রক্রিয়া শুরু হয়। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন ডাচ সেনাকে গুলি করে হত্যা করেন। এর আগে নাৎসি বাহিনীর অনেক অখ্যাত নেতাকর্মীদের নুরেমবার্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে বিচার করা হয়। গত কয়েক বছরের জার্মানির প্রসিকিউটররা এড়িয়ে যাওয়া যুদ্ধাপরাধীদের খুঁজে খুঁজে বের করে বিচারের আওতায় আনে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রুইনস বলেন, ডাচ নাগরিক আলবাট ক্লাস ডিসকেমার হত্যা করার সময় আমি উপস্থিত ছিলাম। কিন্তু অন্য এক নাৎসি সেনাডাস বোম বলেছিলেন, ব্রুইনসই ঐ ডাচ নাগরিককে গুলি করে হত্যা করেছিল। ডাস বোম এখন জীবিত নেই। ১৯৮০ সালে তাকে ‍যুদ্ধাপারাধের দায়ে ফাঁসি দেয়া হয়। তিনি আরো বলেছিলেন, আমি ডেসকেমার পাস দিয়ে হাটছিলাম হটাৎ আমি গুলির শব্দ শুনলাম তারপর দেখলাম সেডেসকেমা আর নেই।

উল্লেখ্য, ১৯৪৫ সালে ডাস বোম নেদারল্যান্ড সীমান্তে জার্মানির সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি দু‘জন ইহুদিকে গুলি করে হত্যা করে । নিহত দু‘জনই আপন ভাই ছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক