বিবিসি’র বিরুদ্ধে লাইসেন্স ফি অপব্যবহারের অভিযোগ

বিবিসি’র বিরুদ্ধে লাইসেন্স ফি অপব্যবহারের অভিযোগ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ লাইসেন্স ফি সুবিধা অপব্যবহারের জন্য বৃটিশ ব্রডকাস্টিং করপোরেশনকে (বিবিসি) অভিযুক্ত করা হয়েছে। বিভিন্ন মদের পার্টিতে প্রচুর ব্যয় করে বিবিসি। গতবছর শুধু খাবার ও পানীয়র জন্যেই বার্তা সংস্থাটি ব্যয় করে ২০ লাখ পাউন্ড। পরিসংখ্যানে দেখা গেছে, অ্যালকোহলজাতীয় পানীয় কিনতেই বিবিসি ৪২ হাজার ৯৭১ পাউন্ড ব্যয় করেছে। অন্যদিকে ৩৩ হাজার ৭৪৫ পাউন্ড ব্যয় করেছে বিভিন্ন পার্টিতে। সেলিব্রেট করার জন্য এবং এ জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে ১৩ হাজারের বেশি মদের বোতল ও ১১ হাজার বোতল বিয়ার কিনেছে সংস্থাটি। শুধু অতিথি আপ্যায়নেই এক লাখ ৮৭ হাজার পাউন্ড ব্যয় করে বিবিসি। পরিসংখ্যানে আরো দেখা গেছে, কর্মীরা অফিসে না থেকেও তিন লাখ ২০ হাজার পাউন্ড খাবার ও পানীয় বাবদ ব্যয় করার দাবি করেছেন। খাবার ও পানীয়র বিল থেকে দেখা গেছে যে, বিবিসি প্রতিদিন কর্মীদের এক হাজার পাউন্ডের চা ও কফি সরবরাহ করে। এ বছর এসব পানীয় সরবরাহের ব্যয়ের হার শতকরা ৬০ শতাংশ বেড়ে গেছে। ক্যান্টিনগুলোতে স্টাফরা যাতে সস্তায় খেতে পায় সেজন্য ১০ লাখ তিন হাজার পাউন্ড ভর্তুকি দিয়েছে বিবিসি। পানি সরবরাহকারীদের পিছনেই ২৯৩ হাজার পাউন্ড ব্যয় করে বিবিসি। ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্স এর প্রধান নির্বাহি ম্যাথিউ সিঙ্কলেয়ার বলেন, লাইসেন্স ফি’র এই সুবিধা সঠিক উপায়ে ব্যবহার করা উচিত। এ সুবিধা স্টাফদের জন্য আয়োজিত মদের পার্টির জন্য নয়। অর্থের সঠিক মূল্যায়ন নিশ্চিত করার জন্য বিবিসির কর্মকর্তাদের উচিত বাজেট কমিয়ে ফেলা। এজন্য মদ ও খাবারের জন্য ভর্তুকির পরিমাণ কমানো প্রয়োজন। তবে লাইসেন্স ফি’র সুবিধার অপব্যবহার করার কথা অস্বীকার করেছেন বিবিসির এক মুখপাত্র। “লাইসেন্স ফির বাধ্যবাধকতা সম্পর্কে আমরা জানি। খাবার ও পানীয় ক্রয়ের সময় আমরা এটা মনে রাখি এবং এজন্য বিবিসি কর্তৃপক্ষেরও কঠোর নীতিমালা রয়েছে। এ নীতিমালার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা হয়। যেখানে অ্যালকোহল জাতীয় দ্রব্য কেনা হতে পারে।”

সূত্র: ডেইলি মেইল।

আন্তর্জাতিক ডেস্ক