ঈদকে সামনে রেখে বরগুনায় ব্যাপক নির্বচনী প্রচারনা

ঈদকে সামনে রেখে বরগুনায় ব্যাপক নির্বচনী প্রচারনা

জাফরুল হাসান রুহান, বরগুনা থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়  দেখা দিলেও বরগুনায় ঈদকে সামনে রেখে সামনে রেখে জমে উঠেছে প্রচারনা। এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ইতোমধ্যে আওয়ামীলীগ ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের  নেতাদের পোষ্টার ব্যনারে  ছেঁয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ অলি-গলি। বড় দুই দলের বিভিন্ন পর্যায়ের  নেতারা ভোটারদের কাছে নিজেদের অবস্থান জানান দিতে এসব প্রচারণা শুরু করেছেন। শুধু শহরেই নয় এলাকার বিভিন্ন হাট-বাজারে  শোভা পাচ্ছে ব্যানার ও পোষ্টার। ভোটাররাও শুরু করছেন নানা হিসেব কষতে। শহর ঘুরে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের তরুন প্রার্থীদের ভীড় বেশী। এর  মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক খলিলুর রহমান, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমানের বড়  মেয়ে  সোহেলী পারভীন মনি, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মশিউর রহমান শিহাব, বাংলাদেশ আইনজীবি সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট শাহ-আলম গাজী প্রধান মন্ত্রী’র পক্ষ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোষ্টার দিয়েছেন। তবে ভোটারদের মুল আলোচনায় থাকা সরকারদলীয় বর্তমান সাংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু ও সাবেক স্বতন্ত্র  সংসদ সদস্য দেলওয়ার  হোসেনের  পক্ষ থেকে এখনও  কোন ঈদ শুভেচ্ছা জানিয়ে কোন পোষ্টার বা ব্যানার দেয়া হয়নি। অপরদিকে বর্তমান  প্রধান বিরোধী দলের পক্ষ থেকে বরগুনা জেলা বিএনপি’র সভাপতি মাহবুবুল আলম ফারুক  মোল্লা, উপজেলা  চেয়ারম্যান ও কৃষক দলের সভাপতি লে.কর্ণেল আবদুল খালেক বিএনপি’র পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়ে  প্রচারামুলক পোষ্টার দিয়েছেন। সব ক’টি জাতীয় নির্বাচনেই বরগুনা- আসন  থেকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করায় আসনটি আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে। যে কারণে এ আসনটিতে তরুন নেতাদের ভীড়  বেশী বলে মনে করেণ স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা। দলীয়  মনোনয়ন পেলেই  যে কোন প্রার্থী প্রতিদ্বন্দিতায় আসতে পারবেন এমন ধারনা  থেকেই মুলত দল ও স্থানীয়দের সমর্থন লাভের  চেষ্টা করছেন প্রার্থীরা।

বরগুনা  জেলা আওয়ামীলীগসহ ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যমতে আগামী সংসদ নির্বাচনে বরগুনা বরগুনা-১ আসন  থেকে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র  দেবনাথ শমভু, সাবেক সংসদ সদস্য দেলওয়ার  হোসেন, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক খলিলুর রহমান, বরগুনা  জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরয়ওয়ার টুকু, পাওয়ার এনার্জি ব্যবসায়ী ও ছাত্রনেতা মশিউর রহমান শিহাব দলের মনোনয়ন চাইতে পারেন। এছাড়া জেলা বিএনপি’র সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, আমতলী-তালতলী আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য মতিউর রহমান তালুকদার, বরগুনা সদর উপজেলা  চেয়ারম্যান লে. কর্ণেল খালেক বিএনপির  মনোনায়ন চাইবেন।

এসবিডি নিউজ ডেস্ক