জিএসপি সুবিধা বহাল রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

জিএসপি সুবিধা বহাল রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

রিয়াদ হাসান,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশি রপ্তানি পণ্যে জিএসপি সুবিধা বহাল রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ৩০ জুন (রোববার) ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। তবে শ্রমিক অধিকার ও কারখানার নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার মধ্যস্ততায় সরকার-শ্রমিক-মালিক ত্রিপক্ষীয় এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে আইএলও ২০১৪ সাল পর্যন্ত এ ব্যাপারে বাংলাদেশের উন্নতি পর্যবেক্ষণ করবে এবং ইইউ’ও কর্মপরিবেশ উন্নতির এই বিষয়টি নজরে রাখবে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একমাত্র অস্ত্র ছাড়া অন্য সব ধরনের পণ্যে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা পেয়ে থাকে। এতে বলা হয়, জিএসপি সুবিধা প্রত্যাহারের মতো যে কোনো পরিস্থিতি অবশ্যই এড়াতে হবে, কেননা তেমন কোনো সিদ্ধান্ত নেয়া হলে বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে। ইইউর বিবৃতিতে বলা হয়, সাভারের রানা প্লাজা ধসে ১১৩০ জনের মৃত্যুর পর ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার কারেল ডি গুট গত ২৮ মে পররাষ্ট্র দীপু মনির সঙ্গে বৈঠক করেন। তারা দুজনেই একমত হন যে, পরিস্থিতির উন্নয়নে ক্রেতা থেকে বিক্রেতা পর্যন্ত পুরো সরবরাহ চক্রের সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগিতা ও উদ্যোগ প্রয়োজন। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে আগামী ৮ই জুলাই জেনেভায় কারেল ডি গুটের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ‘স্টেয়িং এনগেজড- এ সাসটেইনএবিলিটি কমপ্যাক্ট উইথ বাংলাদেশ’ শিরোনামের সম্মেলনে যুক্তরাষ্ট্র, আইএলও, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশেও এ সুবিধা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। আর এ পরিস্থিতিতে ইইউ তাদের অবস্থান তুলে ধরলো।

নিজস্ব প্রতিনিধি