উপাচার্য আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাবি শিক্ষক সমিতি

উপাচার্য আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাবি শিক্ষক সমিতি

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষক সমিতি। পরে শিক্ষক সমিতি সাধারণ সভা শেষে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে। ১৯ জুন (বুধবার) শিক্ষক সমিতি সাধারণ সভায় ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে ক্লাসে ফেরার সিদ্ধান্তও নিয়েছে। এছাড়া উপাচার্যের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ শুরু হবে বলে শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে। বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় গৃহীত এসব সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার। সভা শেষে দুপুর দেড়টা থেকে আধাঘণ্টার জন্যে শিক্ষকরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অধ্যাপক অজিত কুমার বলেন, “উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষককে জামায়াত-শিবির আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন। তাকে এখন থেকে কোন প্রশাসনিক কাজ করতে দেয়া হবে না। এছাড়া সিন্ডিকেট ও সিনেট সভাতে ও অংশ নিতে দেয়া হবে না।” প্রশাসনিক ভবন অবরোধে অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান, অধ্যাপক হানিফ আলীসহ শতাধিক শিক্ষক অংশ নেন।

এসবিডি নিউজ ডেস্ক