দায়িত্ব অবহেলার অভিযোগঃ পৌর মেয়র এবং ইউএনও সাময়িক বরখাস্ত

দায়িত্ব অবহেলার অভিযোগঃ পৌর মেয়র এবং ইউএনও সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দায়িত্ব অবহেলার অভিযোগে পৌর মেয়র রেফায়েত উল্লাহকে সাময়িক বরখাস্তের পর এবার সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন সরদারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ২ মে  (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক  আদেশ জারি করে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ধসের ঘটনায় তার বিরুদ্ধে প্লাজার মালিক সোহেল রানাকে নিজ জিম্মায় ভবন থেকে বের করে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠে। রানা প্লাজা ধসের নবম দিন বৃহস্পতিবার পর্যন্ত জীবিত ও মৃত মিলে উদ্ধার করা হয়েছে দুই হাজার চারশ’ ঊনসত্তর জনকে। এদের মধ্যে জীবিত ২ হাজার ৪৩৭ এবং মৃত ৪৩২ জন। ভবন ধসের ঘটনায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে তদন্তের পর পৌর সভার মেয়রের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে। তাকে সকালেই সাময়িক বরখাস্ত করা হয়।

নিজস্ব প্রতিনিধি