কোনো এক বৈশাখের কবিতা (খালেদ হোসাইন)

কোনো এক বৈশাখের কবিতা (খালেদ হোসাইন)

~~~কোনো এক বৈশাখের কবিতা~~~
—-খালেদ হোসাইন—-

_______________________________________________________________________

 
বৈশাখের খর রৌদ্র ঝিম মারা লাটিমের মতো
এসেছে প্রাণের মধ্যে স্মৃতির কুলুঙ্গি খুলে দিতে
কাঁচামিঠে আম আর মুঠোভর্তি নুন ও মরিচ
অকস্মাৎ ছায়াচ্ছন্ন- বুনো মোষ মেঘের শোণিতে।
>>>
ঘাম-মাখা মুখগুলো সময়ের আড়াল সরিয়ে
মৃত্তিকার সোঁদাগন্ধ বৃষ্টিপাতে অতি উল্লসিত
যাকে বলি মেরুদ- তা-ই ভিজে আর্দ্র ও করুণ
কর্দমাক্ত দীর্ঘ পথ অনন্তের ইশারা-চিহ্নিত।
>>>
দায়িত্ব কর্তব্য ভুলে চলে যাই হারানো নদীর
ভাঙা খেয়াঘাটে; দেখি, মাটির তৈজস, খড়ি আর
বেলোয়ারি চুড়ি নিয়ে নৌকাগুলো ভেসে যায় দূরে
ঘোলা জল দোল খায় প্রতিবিম্ব কিরণমালার;
>>>
প্রান্তরে যন্ত্রণা আজ- ঢেউ নেই, কেউ নেই, শুধু
অবরুদ্ধ বৈশাখের চেতনায় পরবাস- ধূ ধূ।

___________________________________________________________________________

অতিথি লেখক